স্টাফ রিপোর্টার ।। মাত্র এক মাসের ব্যবধানে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আবারো বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোরে পাটগ্রামের ঝালঙ্গী সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে প্রাণ হারায় আবুল কালাম (৩০) নামের বাংলাদেশী গরু রাখাল। নিহত আবুল কালাম উপজেলার ঝালাঙ্গী গ্রামের পকেট পাড়া এলাকার মৃত জয়নুল আবেদিন এর ছেলে।
বিজিবি ও পাটগ্রাম থানা পুলিশ জানায়, শুক্রবার(১৫ জানুয়ারি) ভোর ৫টার দিকে সীমান্ত পিলার ৮৪৮ এর সাব পিলার ৭ এলাকায় গরু চোরাচালানের সময় রাবার বুলেটে আহত হয় আবুল কালাম।
এরপর আহত অবস্থায় আবুল কালাম পালিয়ে এসে স্থানীয়দের সহযোগিতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।