হাসান জুয়েল, পাটগ্রাম ।। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে ৫ বোতল ফেনসিডিল ও ফেনসিডিলের খালি ৪৫ টি বোতল এবং একটি মটরসাইকেল সহ দুইজনকে আটক করেছে পুলিশ।
যেন চোরের উপর বাটপারি! এই মাদক ব্যবসায়ী চক্রটি অন্য এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে বেশি লাভের আশায় ৫ টি ফেনসিডিল ও ফেনসিডিলের ৪৫ টি খালি বোতল কিনে নিয়ে আসার সময় জনতার হাতে আটক হয়।
স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশকে খবর দিলে, পাটগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি মোটরসাইকেল সহ আটককৃতদের তাদের জিম্মায় নেয়। তারা হলো সঞ্জয় শর্মা (২২) ও শ্রী গোপাল চন্দ্র শীল (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০ এপ্রিল, শুক্রবার রাতে উপজেলার বাউরা বাজারে ফেনসিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় জনতা। এরপর পাটগ্রাম থানার ওসিকে খবর দিলে ওসি পুলিশের একটি টহল দলকে দ্রত ঘটনাস্থলে পাঠান। টহলরত দলটি ঘটনাস্থলে পৌছে সঞ্জয় শর্মা (২১) পিতা সুরেশ শর্মা সরকারের হাট, জোংড়া ও গোপাল চন্দ্র শীল (২৪) পিতা গৌরাঙ্গ চন্দ্র শীল রসুলগঞ্জ পাটগ্রামকে তাদের জিম্মায় নেয়।
এরপর উপস্থিত লোকজনের সামনে তাদের দেহ তল্লাশি করলে ধৃত সঞ্জয় শর্মার প্যান্টের পকেট থেকে ৩ বোতল এবং অপর সঙ্গী গোপালের প্যান্টের পকেট থেকে ২ বোতল ফেনসিডিল এবং তাদের মটরসাইকেলে রাখা একটি ব্যাগের ভিতর থেকে ৪৫ টি ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে আরো জানা যায়, আটককৃত দুইজনকে উপস্থিত লোকজনের সামনে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, বাউরা নবিনগর কাঁঠালতলা এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. নুর নবী (২৮) এর কাছ থেকে ফেনসিডিল ও ফেনসিডিলের খালি বোতল গুলো কিনেছে। দীর্ঘদিন থেকে তারা এ অবৈধ মাদক ব্যবসায় জড়িত রয়েছে । সমাজের উঠতি বয়সের ছেলেদের টার্গেট করে তারা এ ব্যবসা চালিয়ে আসছে।
এবিষয়ে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, অবৈধ মাদকদ্রব্য রাখার দায়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪ খ. ৪১ ধারায় তিনজনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে । গ্রেফতারকৃত দুজন আসামীকে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এ মামলায় অপর আসামীকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।