মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড় ।। পঞ্চগড়ে অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সভাপতি মোঃ আবু সালমান প্রধান শাওন।
শনিবার (৩০-জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে ভ্যান চালক, রিক্সা চালক থেকে শুরু করে শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে এই শীতবস্র বিতরণ করেন তিনি ।এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. আবু বক্কর সিদ্দিক।
তার এই শীতবস্র বিতরণে সহযোগিতা করেন, মোঃ মাসুদ পারভেজ স্বপন সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ পঞ্চগড় জেলা শাখা, আবু মোঃ নোমান হাসান, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ পঞ্চগড় জেলা শাখা, মোঃ সাদেকুল ইসলাম বাবু, সাহিত্য বিষয়ক সম্পাদক জেলা ছাত্রলীগ পঞ্চগড়, মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক পৌর ছাত্রলীগ সহ জেলা,উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
শীত বস্ত্র পেয়ে আনন্দে আত্মহারা শীতার্ত মানুষেরা। তারা বাংলাদেশ ছাত্রলীগের এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন । এ বিষয়ে মোঃ আবু সালমান প্রধান শাওন বলেন, বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড় ।হিমালয় পর্বতের পাদদেশে এ জেলার অবস্থান হওয়ায় মৌশুমী বায়ুর প্রভাব এখানে প্রকট আকার ধারণ করে।বিশেষ করে শীত কালে এখানে মাত্রাতিরিক্ত ঠান্ডা অনুভূত হয় ।এখানকার বেশিরভাগ মানুষ নিম্ন আয়ের ।
তাই আমি আমার সাধ্যমতো শীতবস্র শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেছি।আরো শীতবস্র বিতরণের পরিকল্পনা আছে। পাশাপাশি তিনি সকল প্রভাবশালী ব্যক্তির প্রতি অনুরোধ জানান এই শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য ।