মোঃ ইমরান ইসলাম, নওগাঁ ।। নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মোঃ তোফাজ্জল হোসেন (৭১ বাংলা টেলিভিশন, দৈনিক করতোয়া ও দৈনিক সানশাইন) সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনি আহমেদ (দৈনিক ইত্তেফাক ও দৈনিক আলোকিত সকাল)।
শনিবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ জাবেদ আলী (দৈনিক সকালের সময়), মোঃ সেলিম রেজা ডালিম (দৈনিক চাঁদনী বাজার), অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন (দৈনিক নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক মোঃ সাহান সা (দৈনিক জবাবদিহি), ক্রীড়া সম্পাদক রতন কুমার (দৈনিক লাল গোলাপ), কার্যকরী সদস্য মোঃ নুরুন নবী (দৈনিক বাংলাদেশ বুলেটিন, দৈনিক নবচেতনা), মোঃ রাসিকুল ইসলাম (দৈনিক সোনার দেশ) সহ ১১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
প্রেস ক্লাবের উপদেষ্টা উপজেলা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং উপদেষ্টা শাহজামাল ও নূরুন নবীর পরিচালনায় নির্বাচন পরিচালনা করেন।