মোঃ ইমরান ইসলাম, নওগাঁ ।। নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় হতে প্রাপ্ত শীতবস্ত্র হিসাবে (কম্বল) গরীব ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারী) সকাল ১১টার দিকে উপজেলা প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনি আহমেদের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জাবেদ আলী, সেলিম রেজা ডালিম, অর্থ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাহান, ক্রীড়া সম্পাদক আব্দুল মতিন, কার্য নির্বাহী সদস্য নূরুন নবী, রাসিকুল ইসলাম, সদস্য রফিকুল ইসলাম, ইমরান ইসলাম, এস,এ সাগর প্রমুখ।
উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ৪০ জন গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র হিসাবে (কম্বল) বিতরণ করা হয়।