মোঃ ইমরান ইসলাম, নওগাঁ ।। নওগাঁর নিয়ামতপুরে মহিলা আওয়ামী লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানাজ পারভীন, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক রেজিয়া খাতুন, সদর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, ভাবিচা ইউপি মহিলা লীগের সভাপতি মঞ্জুয়ারা বেগম, সদর ইউপি মহিলা লীগের সভাপতি মারজিনা খাতুনসহ ৮টি ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।