মোঃ ইমরান ইসলাম, নওগাঁ ।। নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ৯ নং হরিপুর স্ব-নির্ভর পল্লীসমাজের উদ্যোগে সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ)সকাল ১০ টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের হরিপুর গ্রামের ফুটবল মাঠে সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়।এ মেলায় বিভিন্ন গ্রাম থেকে আগত শিশু কিশোর ও নারী-পুরুষ খেলায় অংশগ্রহন করেন।
আজাহার ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সমাজ সেবক আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক।
এ সময় উপস্থিত ছিলেন, মাসুদ রানা, রফিকুল ইসলাম, মোকছেদ আলী, মোহাজ্জেম আলী, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পি,ও আফরোজা আইরিন,এফ ও(সিইপি) আহসান হাবিব প্রমুখ।
শেষে প্রধান অতিথি আলহাজ্ব রফিকুল ইসলাম বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।