মোঃ ইমরান ইসলাম, নওগাঁ ।। নওগাঁর নিয়ামতপুরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে ইউনিয়ন উজ্জীবক ফোরাম গঠনের সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কমসূচির সিনিয়র জেলা ব্যবস্হাপক ইলিয়াস সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু।
এ সময় উপস্থিত ছিলেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আফরোজ আইরিন ও আহসান হাবিব, শ্রীমন্তপুর ইউনিয়ন উজ্জীবক ফোরামের যুগ্ম আহবায়ক নাজমিন, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ও সদস্য, কছিমদ্দীন, শাহআলম, বিথি আক্তার, মনিকা, সাংবাদিক ইমরান ইসলাম প্রমুখ।