মোঃ ইমরান ইসলাম, নওগাঁ ।। নওগাঁর নিয়ামতপুর উপজেলায় যুব ফুটবল ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(০১ জানুয়ারি)বিকাল ৩ টার দিকে উপজেলার শীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বালুবাজার ফটবল টিম ৩-০ গোলে রামকুড়া ফুটবল দলকে পরাজিত করে।ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন,শ্রীমন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, ভাবিচা ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুল হক, শ্রীমন্তপুর ইউপি সাবেক চেয়ারম্যান আল-মামুন, শ্রীমন্তপুর ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, মাইনুল ইসলাম, আয়ূব আলী, শহিদুল ইসলামসহ যুব ফুটবল কমিটির সদস্যরা।
জাকজমকপূর্ণ ফাইনাল খেলা উপভোগ করতে বিভিন্ন এলাকার হাজারো ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।