মোঃ ইমরান ইসলাম, নওগাঁ ।। নওগাঁর নিয়ামমতপুরে অসহায়, হতদরিদ্রদের সদস্যদের মাঝে শীতবস্ত্র হিসাবে (কম্বল) বিতরণ করেছে, ঘাসফুল নামে একটি বেসরকারী সংস্থা।
বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১১ টার দিকে ঘাসফুলের নিজস্ব কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বজলুর রহমান নঈম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘাসফুল নওগাঁ জোনের সহকারী পরিচালক সাইদুর রহমান, নিয়ামতপুর এরিয়া ম্যানেজার আনোয়ার হোসেন, নিয়ামতপুর শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, শাখা হিসাবরক্ষক সোহেল রানা, উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সফিউল হক, টেকনিক্যাল অফিসার (এসইসি) এস,এম কামরুল হাসান প্রমুখ।