মোঃ ইমরান ইসলাম, নওগাঁ ।। নওগাঁর নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে আরিফা খাতুন (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
আরিফা খাতুন উপজেলার পাড়ইল ইউনিয়নের বান্দইল গ্রামের আতাউর রহমানের মেয়ে এবং একই ইউনিয়নের কৃষ্ণশাইল গ্রামের রনি বাবুর স্ত্রী।নিহতের চাচতো ভাই সাফিউল ইসলাম জানান,পাড়ইল ইউনিয়নের কৃষ্ণশাইল গ্রামের রনি বাবুর সাথে ৯ মাস আগে আমার চাচাতো বোন আরিফা খাতুনের বিয়ে হয়। তারা শুধু স্বামী-স্ত্রী ঐ বাড়ীতে থাকতো।
ঘটনার রাত ২টায় আমার ভগ্নিপতি রনি বাবু ফোন করে জানায়, যে আরিফা নিজ শয়ন কক্ষে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে।আমরা সাথে সাথে এসে দেখি আরিফাকে নামিয়ে খাটের উপর মৃত অবস্থায় শুয়ে রাখা আছে।তাদের পারিবারিক কোন দ্বন্দ্বের কথা আমার জানা নাই।
নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পরিদর্শন করে লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রির্পোট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।