মোঃ ইমরান ইসলাম, নওগাঁ ।। নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে গরু ও গো-খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৫ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে নিয়ামতপুর বহুমুখী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে উন্নত জাতের বকনা গরু ও গো-খাদ্য উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, প্রকল্প পরিচালক ড. অসীম কুমার দাস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ামিন আলী,খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব শহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ূব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নওগাঁ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল খালেক, সহ-দপ্তর সম্পাদক রনজিত কুমার, সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু ইশ্বর চন্দ্র বর্মনসহ দলীয় নেতাকর্মীরা।উপজেলায় ১শ ৩০জনকে বকনা গরুসহ ৫০ দিনের গো-খাদ্য বিতরণ করা হয়।