মোঃ ইমরান ইসলাম, নওগাঁ ।। নওগাঁর নিয়ামতপুরে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(০২ মার্চ)সকাল সাড়ে ১১ টার দিকে পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিলীপ কুমার সরকার সহকারি পরিচালক জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নওগাঁ, দিপক এক্কা ডেপুটি মনিটরং ম্যানেজার কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চল, আবুল বাশাহার জেলা প্রোগ্রাম ম্যানেজার করিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চল, অমল তিগ্যা উপজেলা প্রোগ্রাম ম্যানেজার কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চল, সাগর টুডু সুপার ভাইজার,আলম হোসেন সুপার ভাইজার, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ূব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন ও সদস্য ইমরান ইসলাম প্রমুখ।