নিজস্ব অর্থায়নে রাস্তার মেরামত কাজ করে দিলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১০নং পূনট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূর এ কামাল।
শনিবার (২৮ আগষ্ট) দিন ব্যাপী এ রাস্তার মেরামত কাজ করা হয়।
ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ বিশ্বনাথপুর গ্রামের এলাকাবাসীকে সাথে নিয়ে নিজস্ব অর্থায়নে রাস্তার মেরামত কাজ করে দিলেন ১০নং পূনট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূর এ কামাল।
রাস্তার কাজ ব্যাপারে চেয়ারম্যান নুর কামাল বলেন, আমি জনগণের সেবক। তাই জনগণের ভোগান্তি কথা চিন্তা করে আমি নিজস্ব অর্থায়নে কাজ করে দিচ্ছি এবং ভবিষ্যতে আরো এলাকার উন্নয়নের কাজ করে যেতে চাই।