স্টাফ রিপোর্টার ।।লালমনিরহাট জেলার খ্যাতিমান শিক্ষাবিদ ভাষা সৈনিক মরহুম মনিরুজ্জামান মাস্টারের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি লালমনিরহাটের আয়োজনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খ্যাতিমান শিক্ষাবিদ মনিরুজ্জামানের জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানের মুল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি। এসময় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শিক্ষাবিদ মরহুম মনিরুজ্জামান মাস্টারের অবদানসহ শিক্ষকতার জীবনকাল নিয়ে বক্তারা বক্তব্য রাখেন।
লালমনিরহাটের জেলা প্রশাসক (সার্বিক) টি.এম.এ মমিন-এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা (বিপিএম,পিপিএম), বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ্যাডঃ সফুরা বেগম রুমী, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, মরহুম ভাষা সৈনিক মনিরুজ্জামান মাস্টারের পুত্র লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ আশরাফ হোসেন বাদল, অধ্যাপক (অবঃ) আব্দুল মজিদ মন্ডল, নজরুল ইসলাম মন্ডল প্রমুখ।
উল্লেখ্য, ভাষা সৈনিক মরহুম মনিরুজ্জামান ১৯৩২ সালে জন্ম গ্রহণ করেন ২০১১ সালে তিনি মৃত্যু বরণ করেন।