মোঃ ইউসুফ শেখ, ব্যুরো প্রধান, খুলনা ।। খুলনার খানজাহান আলী থানাধীন মিরের ডাঙ্গা রংমিলের ঘাটে ভাসমান গলাকাটা মানুষের মাথা উদ্ধার। আজ সোমবার দুপুর ১টার সময় এলাকার কিছু ছেলে ভৈরব নদে মিরের ডাঙ্গা ঘাটে গোসল করতে যায়।
গোসল করার সময় সিয়াম (১০), পিতা- আলমগীর হোসেন, ফুলবাগীগেট, মিরের ডাঙ্গা, খুলনা, নদীতে ভাষমান চুল দেকতে পাওয়ায় কৌতহল বসত তুলতে য়ায় এবং একটি মানুষের মাথা দেখতে পায়। তাদের সকলের প্রচেষ্টায় বস্তাদিয়ে মাথাটি জড়িয়ে রংমিলের চরে নিয়ে আসে।
পরে খানজাহান আলী থানা পুলিশকে জানায়, তৎক্ষনিক থানার অফিসার্স ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস এবং ওসি তদন্ত কবির হোসেন, ফুলবাড়ীগেট ফাড়ির ইনচার্জ জাকির হোসেন সহ দ্রুত ঘটনাস্থলে পৌছায়।
এ ব্যাপরে খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ বলেন আমরা উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছিকর্মকর্তারা নৌ-পুুলিশকে জানান এবং এ বিষয়টি তারা আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন।