এরিক এরশাদ ঘোষিত ‘নতুন জাতীয় পার্টির কো চেয়ারম্যান’ বিদিশার সঙ্গে সাক্ষাৎ করেছেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির (জাপা) বেশ কয়েকজন নেতাকর্মী।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্ক ভবনে এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ২টার দিকে ‘জাপার পুনর্গঠন প্রক্রিয়ার উদ্যোক্তা’ বিদিশা এসব তথ্য জানান।
নতুন জাপা সূত্র জানায়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্ব প্রত্যাখ্যান করে লালমনিরহাট জেলার নেতারা বিদিশার সঙ্গে কথা বলতে আসেন। তারা এ সময় বিদিশার নেতৃত্বের প্রতি আস্থা জানান।
বিদিশার কাছে জাপার লালমনিরহাটের নেতারা বৈঠকের আলোচনার বিষয়ে জানতে চাইলে বিদিশা কোনও মন্তব্য করতে রাজি হননি।
একটি সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে প্রেসিডেন্ট পার্কে আসছেন আগ্রহী জাপার অনুসারীরা।
সাক্ষাতে ‘নতুন জাপা’র ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মানুনুর রশীদসহ লালমনিরহাটের নেতারা উপস্থিত ছিলেন।
লালমনিরহাট জাপার ছিলেন জাবির উদ্দিন, আবদুস সালাম মনজু, আবুজা রহমান, আফতাব উজ্জামান বাবু প্রমুখ।