মোঃ ইমরান ইসলাম, নওগাঁ ।। নওগাঁ পৌর এলাকায় বইছে ভােটের হাওয়া।আগামী ৩০ জানুয়ারি ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁ পৌরসভা নির্বাচন।দিন যতই ঘনিয়ে আসছে ততই শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নির্বাচনী প্রচার-প্রচারণা।করােনা আর শীতকে পেছনে ফেলে বিএনপির মেয়র প্রার্থী নাজমুল হক সনি ও তার সমর্থকরা মাঠ চষে বেড়াচ্ছেন।
দিন-রাত ভােটারদের দ্বারে দ্বারে গিয়ে ভােট প্রার্থনা করছেন এবং দিচ্ছেন নানা ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি।শহরের অলিগলির সব সড়কই ছেয়ে গেছে প্রার্থীদের সাদা-কালাে পােস্টার ও ব্যানারে।নির্বাচনের প্রচার- প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরাে পৌর এলাকা।মাইকিং ছাড়াও চলছে সােশ্যাল মিডিয়াতে নির্বাচনী প্রচারণা।
নির্বাচনী এলাকার প্রতিটি পাড়া মহল্লায় ও চা স্টলগুলােতে চলছে নির্বাচনী আলাপ-আলােচনা।যতই দিন ঘনিয়ে আসছে ততই যেন প্রার্থী ও সমর্থকদের ব্যস্ততা বেড়েই চলেছে।শীতকে উপেক্ষা করেই চলছে প্রচারণা ও কর্মীসভা।প্রার্থীরা সকাল থেকে রাত অবধি ভােটারদের দ্বারে দ্বারে গিয়ে ভােট ও দোয়া কামনা করছেন।
সোমবার (২৫ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত সদরের বাটার মোড়,রুবির মোড়,দয়ালের মোড়, কেজির মোড়সহ বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ এলাকায় বিএনপির প্রার্থী নাজমুল হক সনির সমর্থকরা নির্বাচনীয় প্রচার-প্রচারণা চালায়।
এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান, নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক ইসাহাক আলী সরকার, নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি জি এম কাউসারুল ইসলাম, পাড়ইল ইউপির সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাচ্চু, সাজ্জাদ আলী টিটু সহ নিয়ামতপুর উপজেলার হাজিনগর, চন্দননগর, ভাবিচা, সদর, রসুলপুর, শ্রীমন্তপুর, বাহাদুরপুর ইউনিয়নের বিএনপির নেতৃত্ববৃন্দ।
বিএনপি সমর্থিত ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী নাজমুল হক সনি বলেন, আমাকে শেষবারের মতো পৌরবাসী মেয়র নির্বাচিত করলে পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ অন্যান্য যেসব উন্নয়ন কাজ করতে পারিনি, তা সম্পন্ন করে পৌরসভাকে সুন্দর করে গড়ে তুলব।