মোঃ ইমরান ইসলাম, নওগাঁ ।। নওগাঁর নিয়ামতপুরে ব্র্যাক সামাজিক ক্ষমতায় কর্মসূচির আওতায় ১১নং মহারাজপুর পল্লী সমাজের উদ্যোগে নারী-পুরুষ গণের সমন্বয়ে কাপল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ১১ নং মহারাজপুর পল্লী সমাজের উদ্যোগে ১১ জোড়া কাপল নারী-পুরুষদের নিয়ে মিটিং পরিচালনা করেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায় কর্মসূচি এফ ও(সিইপি) আহসান হাবিব।
কাপল মিটিংয়ে পরিবারের প্রতিদিনের বিভিন্ন কাজে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত, পরিবারের সম্পদ ব্যবস্থাপনায় নারীকে যুক্ত করা, মতামত গ্রহণ, নারী ও পুরুষ উভয়ে মিলে সিদ্ধান্ত নিলে বাস্তবায়ন প্রক্রিয়ায় উভয়ে দায়বদ্ধা তৈরী ও সঠিক সিদ্ধান্ত নেয়া সম্ভব হয় বলে মিটিংয়ে আলোকপাত করা হয়।
এ সময় নিয়ামতপুর উপজেলা ১১নং মহারাজপুর পল্লী সমাজের সভাপ্রধান গৌরী রানী, বসুদেব বর্মন (এনিমেটর), সমাজসেবক অনিল শীল উপস্থিত ছিলেন।