মোঃ ইমরান ইসলাম, নওগাঁ ।। নওগাঁয় নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন নওগাঁ জেলা টিম এর সহয়তায় অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র হিসাবে ৫০টি কম্বল বিতরণ করা হয়।
শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের শ্যামপুর মাদ্রাসা মাঠে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে ফাউন্ডেশনের নওগাঁ জেলা এম্বাসাডর নাজমুল হক, খোন্দকার জোসেফ লেলিন, ক্যাম্পাস প্রতিনিধি আশফাকুর রহমান, সদস্য শারমিন নাহার সাথী উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের এম্বাসাডর নাজমুল হক জানান, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন সারা দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে আসছে।এরই ধারাবাহিকতায় নওগাঁ জেলা টিমও উক্ত কর্মসূচির আওতায় ৫০ পিচ কম্বল বিতরণ করা হয়।