মোঃ ইমরান ইসলাম, নওগাঁ ।। নওগাঁর মান্দায় এক অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশের সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার ১৪ নং বিষ্ণপুর ইউনিয়নের (জোঁকাহাটের পূর্বে) ছামাদের মোড় সংলগ্ন শহরবাড়ি এলাকায়।
বুধবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে একটি বিলের ধারে পুকুরের পার্শ্বে স্থানীয়রা কাজ করতে এসে লাশটি দেখতে পেয়ে মান্দা থানা পুলিশকে জানায়। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত, নিহতের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহতের আনুমানিক বয়স ৪৫ বছর, পরনে শার্ট- প্যান্ট এবং জুতা ছিলো। নিহতের কাছে একটি মোবাইল ফোন আছে, যে ফোনটিতে রিংটন বাজতেছিলো বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
ঘটনাস্থল থেকে এসব আলামত সংগ্রহের চেষ্টা চলছে। এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি উদ্ধার করা হয়েছে।