বাংলার সংবাদ ডেস্ক ।। হরতাল ডেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা দেশজুড়ে যে তাণ্ডব চালিয়েছেন, তাদের নির্দেশদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
তিনি বলেন, হেফাজতের কর্মীরা দেশজুড়ে তাণ্ডব চালায়। তারা হাটহাজারী থানা ও ডাকবাংলোয় আক্রমণ করে। ভূমি অফিস জালিয়ে দেয়। যারা হামলা ও নাশকতা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের নির্দেশদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
বুধবার (৩১ মার্চ) সকালে সাম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
হেফাজতে ইসলামের ডাকা হরতালে নারায়ণগঞ্জে একজন সাংবাদিককে মুসলমান কি-না জানার জন্য কালেমা পাঠ করোনার বিষয়টি উল্লেখ করে আইজিপি বলেন, এটা পাকিস্তানি আর্মি করতো। তাণ্ডবের যোগসূত্র কোথায় আমরা জানি, আপনারা সবাই জানেন ও নতুন প্রজন্মও সেটা জানে।
আইজিপি আরও বলেন, হামলা যারা করেছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। যারা নির্দেশ দিয়েছেন তদন্তে তাদের নাম আসলে সেগুলোও অন্তর্ভুক্ত করা হবে। মামলার এজহারে কারও নাম না থাকলে তা যে তদন্তে আসবে না এমন কোনও কথা নেই। আমরা কোনও কিছুই বিতর্কিত করতে চাই না।
এদিকে, গত ২৬ মার্চ চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের তাণ্ডবের ৫দিন পর পৃথক ৬টি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা ২৫০০ জনকে আসামি করা হলেও হামালার নির্দেশদাতা বা হেফাজতের শীর্ষ কোনও নেতার নাম উল্লেখ করা হয়নি।