অলিউর রহমান মেরাজ, (নবাবগঞ্জ), দিনাজপুর ।। মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পরে দিনাজপুরের নবাবগঞ্জে ২২৬টি পরিবারের কাছে ঘরের চাবি অনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে উপকারভোগীদের হাতে ঘরের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) আল-মামুন সহ বিভিন্ন সংগঠন প্রধান,সাংবাদিক,ইউপি চেয়ারম্যানগণ রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।