লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আলোচিত দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা-দহগ্রাম ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
শুক্রবার (২৭ আগস্ট) বেলা ১২ টা ৫০ মিনিটে এ হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
আঙ্গোরপোতা-দহগ্রাম ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে কিছু দিনের মধ্যে রোগী ভর্তি রেখে চিকিৎসাসেবা দেওয়ার কাজ শুরু করা হবে। দ্রত একটি এ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হবে।’
পরিদর্শনের সময় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক (সমন্বয়) ডাঃ এ.বি.এম শামছুজ্জামান, তথ্য ব্যবস্থাপনা (এমআইএস) পরিচালক অধ্যাপক ডাঃ মিজানুর রহমান, সংক্রামক রোগ নিয়ন্ত্রক (সিডিসি) ও লাইন পরিচালক অধ্যাপক ডাঃ নাজমুল ইসলাম, এমআইএস উপপরিচালক ডাঃ শাহ মোহাম্মদ জসিম উদ্দিন, জনসংযোগ কর্মকর্তা আক্কাস আলী সেখ, রংপুর বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোতাহারুল ইসলাম, উপপরিচালক ডাঃ আবু জাকিরুল ইসলাম, ঢাকা সিভিল সার্জন ডাঃ আবু হোসেন মঈনুল হাসান, নীলফামারী সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবীর, লালমনিরহাট সিভিল সার্জন নির্মলেন্দু রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম সঙ্গে ছিলেন।