আসাদুল ইসলাম সবুজ ।। প্রতি বছরের মতো এবারেও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন লালমনিরহাট পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম তপন।
ছবি: সংগৃহীত
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা তরুণলীগের আহবায়ক শহিদুল ইসলাম, পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক লেলিন কাজী, ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর রাশেদুল ইসলাম রাশেদ, ৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিপুল আহম্মেদ অয়ন, আঃ রশিদ ও মন্তাজ প্রমুখ।
ছবি: সংগৃহীত
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় ও দুঃস্থ ১ হাজার ১৫০ জন মানুষের মাঝে চাল, ডাল, আলু, সেমাই ও চিনি বিতরণ করা হবে।