স্টাফ রিপোর্টার ।। লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের খোলাহাটিতে জেলা যুবলীগের উদ্যেগে খোরশেদ আলম নামে এক দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছেন জেলা যুবলীগের নেতাকর্মীরা।

ছবি : সংগৃহীত
শুক্রবার (২১ মে) সকাল ১০টায় জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে যুবলীগের অর্ধশত নেতাকর্মী দরিদ্র কৃষকের ধান কেটে দেন।
দরিদ্র কৃষক খোরশেদ আলম যুবলীগের এমন সমাজসেবামুলক কর্মকান্ডে অত্যন্ত খুশি হয়েছেন। তিনি বলেন, শ্রমিকের অভাবে ধান কাটা নিয়ে বেশ বিপাকে ছিলাম। এমতাবস্থায় জেলা যুবলীগের সভাপতির নেতৃত্বে ৫০ জন নেতাকর্মী আমার ২৭ শতাংশ জমির ধান কেটে দিল।

ছবি : সংগৃহীত
এ বিষয়ে মোড়ল হুমায়ুন কবির বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় আমরা এমন উদ্যোগ নিয়েছি। জানতে পারি ওই কৃষক শ্রমিক সংকটে তার জমির পাকা ধান কাটতে পারছিলনা। তাই আমরা ওই কৃষকের ২৭ শতাংশ জমির ধান কেটে দিয়েছি।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন বলেন, খোরশেদ আলম একজন হতদরীদ্র কৃষক তাই আমরা তার পাশে দাঁড়িয়েছি। এমন কোন কৃষক যদি শ্রমিক সংকটে ধান কাটতে না পারেন তাহলে আমাদের জানালে আমরা ধান কেটে দেব।

ছবি : সংগৃহীত
এছাড়াও ধান কাটায় অংশ গ্রহণ করেন, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সদর থানা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম বিট্টু, সদর থানা যুবলীগের সাবেক সভাপতি মোতালেব খন্দকার, জেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক সারাফাত আলী পেয়ারা, সদর থানা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম ও পৌর যুবলীগের সেক্রেটারি লেলিন কাজীসহ প্রায় ৫০ জন জেলা, উপজেলা এবং পৌর শাখার অন্যান্য যুবলীগের নেতাকর্মীরা।