মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড়।। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলাধীন বুড়াবুড়ি ইউনিয়নে মাইক্রোবাসের ধাক্কায় আব্দুস সালাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২-মার্চ) ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম একই উপজেলার ভজনপুর ইউনিয়নের বগুলাহাটি গ্রামের মোঃ আবির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বাবা-মায়ের সঙ্গে বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামে বিয়ের বৌভাত অনুষ্ঠানে যায় শিশু সালাম। সন্ধ্যায় বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফেরার জন্য রাস্তার কাছে যায়।
সবার অজান্তে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিলে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনার পর পরই স্থানীয়রা মাইক্রোবাসটিকে আটক করেছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।