মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড়।। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হক স্বপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার (১৮ জুলাই) বিকেলে এসিল্যান্ড মাসুদুল হক নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
আক্রান্তদের মধ্যে রয়েছেন তার স্ত্রী আরফিন আক্তার (২৮), ছেলে আফরাদ আইয়ান (১ বছর ৫ মাস) এবং শ্যালক আরমান হোসেন (২৬)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত শনিবার (১৭ জুলাই) রাতে তিনি অসুস্থবোধ করেন এবং শরীরে প্রায় ১০২ ডিগ্রি সেলসিয়াস জ্বর অনুভব করেন।পরে রোববার (১৮ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেস্ট করার পর করোনা পজিটিভ শনাক্ত হয়।
বর্তমানে তাদের শরীরে উপসর্গ স্বরূপ জ্বর, সর্দি ও কাশি রয়েছে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পরামর্শ অনুযায়ী তিনি পরিবারসহ বর্তমানে তেঁতুলিয়া উপজেলার আবাসিক সরকারি বাসভবনে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।