লালমনিরহাটে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।
বুধবার সকালে মিশন মোর চত্বরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সদস্যবৃন্দ এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত চলমান চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছরে রূপান্তরের শিক্ষা মন্ত্রণালয়ের অযৌক্তিক ও আত্মঘাতী উদ্যোগ বন্ধ করা এবং এই কোর্সকে আরও আধুনিকায়ন করতে হবে।
বক্তারা আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান পদোন্নতির কোটা ৫০% প্রাইভেট সেক্টরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যূনতম বেতন নির্ধারণসহ ডিগ্রি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অনুপাত ১ঃ৫ রেখে অর্গানোগ্রাম করতে হবে।
এছাড়া পলিটেকনিক ইনস্টিটিউট ও টিভিইটি প্রতিষ্ঠানসমূহে শিক্ষক স্বল্পতা, ল্যাব, ওয়ার্কশপ সংকট দূর করে বেতন-পদোন্নতি নিশ্চিতসহ বেকার ডিপ্লোমা গ্রাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
মানববন্ধন শেষে উপস্থিত নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে স্বারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, আইডিইবির লালমনিরহাট জেলা সভাপতি ইনসাফুল হক সরকার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহবায়ক ধীরেন্দ্র নাথ বর্মন, সদস্য সচিব আবু সাইদ আকন্দ (শিমুল আকন্দ) প্রমুখ।