বাংলার সংবাদ ডেস্ক ।। আজ রবিবার (৮ আগস্ট) বিকাল সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু শ্লোগানকে অবমাননা করার অপরাধে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বার কাউন্সিল সনদ বাতিল এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগানকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদের সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরোও বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল মামুন, সহ-সভাপতি মাকসুদ হাওলাদার, শাহীন মাতবর, ফরহাদ হোসেন, রোমান হোসাইনসহ প্রমুখ নেতৃবৃন্দ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে সায়েদুল হক সুমনের ছবি পুড়িয়ে প্রতিবাদ করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের বক্তব্যে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ বলেন, “জয় বাংলা আমাদের মুক্তিযুদ্ধের শ্লোগান। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। সেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগানের বিরোধিতা করা মানে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে অস্বীকার করা। যুবলীগ থেকে বহিস্কৃত ব্যারিস্টার সায়েদুল হক সুমন এই শ্লোগানকে অবমাননা করে রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন। তার বার কাউন্সিল সনদ বাতিলসহ কঠোর শাস্তির আওতায় আনতে হবে।”
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল মামুন বলেন, “বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। জয় বাংলা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা মানে বাংলাদেশকে অবমাননা করার শামিল। ব্যারিস্টার সায়েদুল হক সুমন দেশের উচ্চ আদালতের রায় এবং সংবিধান চরম ভাবে লঙ্ঘন করেছেন। জয় বাংলা শ্লোগান দিয়ে বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে আমাদের পিতারা এদেশ স্বাধীন করেছেন। জয় বাংলা ও জাতির পিতা বঙ্গবন্ধু কে অবমাননা কখনোই মেনে নিবে না বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। আমরা অবিলম্বে সুমনের বার কাউন্সিলের সনদ বাতিলের দাবি জানাচ্ছি। কারণ সুমনের মতো রাষ্ট্রদ্রোহী পবিত্র সুপ্রিম কোর্টের আঙ্গিনায় থাকতে পারে না। সুমনকে যুবলীগ থেকে বহিষ্কার করার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বাংলাদেশ আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনগুলোতে কোন স্বাধীনতা বিরোধী অপশক্তির জায়গা হবে না। সরকার নিকট দাবি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগানকে রাষ্ট্রীয় শ্লোগান হিসেবে স্বীকৃতি দিয়ে দ্রুত গেজেট প্রকাশ করতে হবে। রাষ্ট্রের সর্বক্ষেত্রে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান ব্যবহার করা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। সায়েদুল হক সুমনের মতো পাকি প্রেমীদের খুঁজে বের করে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দিতে হবে। বঙ্গবন্ধুকে জাতির পিতা মেনে বাংলাদেশে রাজনীতি করতে হবে। যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মানবে না, তাদের এদেশে রাজনীতি করার কোন অধিকার নেই। এদেরকে প্রতিহত করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।”