মোতাহার হোসেন, মিঠাপুকুর (রংপুর) থেকে ।। জমির সীমানা নিয়ে সৃষ্ট বিবাদের জেরে বসতবাড়ী ভাংচুর এবং নারী শিশুসহ অন্ততঃ ৬জনকে আহত করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে বুধবার ১৬জুন বিকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের ঠাকুরবাড়ী উত্তরপাড়া গ্রামে।
ছবি: সংগৃহীত
এ হামলায় প্রতিপক্ষরা বাড়ীর গেট ভেঙ্গে ভিতরে ঢুকে বসতঘর ভাংচুর ও মিজানুর রহমান, তার স্ত্রী আশুরা, ভাবী অজিবা খাতুন, শিশু মরিয়ম, বৃদ্ধা মা আমিনা বেগম এবং বৃদ্ধ বাবা আজিজার রহমানকে বেদম মারপিটে জখম করে। বর্তমানে জখমীরা মিঠাপুকুর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ ঘটনায় মিজানুর রহমান মিঠাপুকুর থানায় লিখিত অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট এলাকার বিট পুলিশ অফিসার আজমল হোসেন জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তসহ আইনী কার্য্যক্রম চলতেছে।