বাংলার সংবাদ ডেস্ক ।। কাভার্ড ভ্যানের মালামাল ছিনতাই করতে পূর্বপরিকল্পিতভাবে চালক ও হেলপারকে হত্যাকরার তথ্য প্রমাণ পিয়ে দুইজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ।
শনিবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) গোয়েন্দা বিভাগের ডিসি ফারুক উল হক এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন- মো. মিরাজ হাওলাদার (৩০) ও আবু সুফিয়ান সুজন (২১)।
তিনি বলেন,২০২০ সালের ২ অক্টোবর নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তথ্য প্রযুক্তির সহায়তায় প্রায় দেড় বছর পর আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করতে সমর্থ হই। তিনি আরও বলেন, নিহত রিয়াদ হোসেন সাগর কাভার্ড ভ্যানের (চট্টমেট্রো-ট-১১-৮৮১২) চালক ও মোহাম্মদ আলী হেলপার।
অপরদিকে আসামি মিরাজ, সুজন, বাবু বন্দরের মালামাল পরিবহনের কাজে নিয়োজিত পরিবহনের অস্থায়ী চালক। কাভার্ড ভ্যানের মালামাল চুরি করতে ২০২০ সালে ২ অক্টোবর পরিকল্পিতভাবে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটান তারা।