খাজা রাশেদ ।। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পরকীয়া সম্পর্কে জড়িয়ে শশুর ও বৌমা অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। বুধবার (১৬ জুন) পাটগ্রাম পৌরসভাধীন ২নং ওয়ার্ডের কদমতলী এলাকার এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের বিবরণে জানা যায়, পাটগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের কদমতলী এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবু তালেব তালিবের পুত্র শাহীন পার্শ্ববর্তী বাউরা ইউনিয়নে বিয়ে করে।
বিয়ের পর মাঝেমধ্যে বাবার বন্ধু প্রতিবেশী সম্পর্কের চাচা বেড়াতে আসতেন। মাঝে মধ্যে দাওয়াত ও খেতেন। সেই সুবাদে শাহিনের বউ ইতি কে বৌমা বলে সম্মোধন করতেন ইতি ও শ্বশুর আব্বা বলে সম্বোধন করতেন। আসা-যাওয়ার মধ্যে তারা গোপনে পরকীয়ায় জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে তিন সন্তানের জনক প্রতিবেশী শশুর ও এক সন্তানের জননী ভাতিজা বউ অজানার উদ্দেশ্যে পাড়ি জমাই। ইতির স্বামী শাহীনের সঙ্গে ফোনে কথা বলতে চাইলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক জানাই অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।