শাহারিয়া শাহাদাৎ, চাঁপাইনবাবগঞ্জ ।। করোনাভাইরাস সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে চলছে বিশেষ ৭দিনের লকডাউন। চাঁপাইনবাবগঞ্জে চলমান এ লকডাউনে সড়কে গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট দেখা গেছে কঠোরতা, মোড়ে মোড়ে ছিলো পুলিশের চেকপোস্ট।
মঙ্গলবার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
দেখা গেছে; এলাকায় কোথাও কোন গাড়ির চাপ ছিলোনা জরুরী ছাড়া। পহেলা দিনের লকডাউন বলে ধারণা করছে সচেতন জেলাবাসীরা। চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলায় মেন মেন মোড় গুলোতে ছিলো চেকপোস্ট।
গোমস্তাপুর বাজারে ভ্যান ও অটো চার্জার নিয়ে বাজারের দিকে আসছিলো গোমস্তাপুর থানা পুলিশ নিষেধ করে। ওই চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞেস করে কোথায় যাবে, কী এমন তার জরুরী কাজ। ওই ভ্যানচালকেরা সঠিক উওর দিতে না পারাই তাকে যেতে দেয়া হয়নি। এসব প্রশ্নের সঠিক উওর দিতে না পারলে যেতে দেয়া হচ্ছেনা। ফিরিয়ে দেয়া হচ্ছে বাড়ি। তবে জরুরি সেবায় সম্পৃক্ত ব্যক্তিরা অবাধে চলাচল করতে পারছেন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার জানান গোমস্তাপুর ৬টি পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। তাছাড়া তিনটি মোবাইল ডিউটি টহল দিচ্ছে।
জেলা সচেতন নাগরীকরা বলছেন; এমন লকডাউন জেলায় আগেই দরকার ছিলো। ঈদে জেলার বাইরে থাকা কর্মরত মানুষদের বাড়ি ফেরার কারণে এমন ঘটনা ঘটেছে। সকলকে সচেতনত থাকার জন্য অনুরোধ করেন।