মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড় ।। পঞ্চগড়ে’র তেঁতুলিয়া উপজেলার ৬নং ভজনপুর ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট বাজারে প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে । মঙ্গলবার (৫-জানুয়ারি ) সকালে বাজারের ২০০ ফিট রাস্তা সিসি ঢালাই কাজের উদ্বোধন করেন ৬নং ভজনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মকসেদ আলী ।
এ সময় উপস্থিত ছিলেন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জমিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুজ্জামান, ইউপি সদস্য মোঃ ছাইফুল ইসলাম, মকবুল হোসেন বাঙ্গালী, বাজার মসজিদের সভাপতি মোঃ ফজলে করিম সহ ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হয় ।বিশেষ করে বর্ষার সময় রাস্তাটি দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়ে ।
বর্তমান চেয়ারম্যান এর উদ্যোগে রাস্তাটি সংস্কারের কাজ করায় আমাদের চলাচলের দুর্ভোগ আর পোহাতে হবে না । তাঁরা বর্তমান সরকারের এই উন্নয়ন মূলক কাজের প্রশংসা করেন ।এবং এ ধরনের উন্নয়ন মূলক কাজ অব্যাহত রাখার জোর দ্বাবী জানান ।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মকসেদ আলী বলেন, রাস্তাটি দিয়ে চলাচল করতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয় । ইতিমধ্যে স্থানীয় দোকান ব্যবসায়ী সহ পথচারীরা অনেকেই রাস্তাটি সংস্কারের জন্য অনুরোধ করেছেন । তাঁরই পরিপ্রেক্ষিতে প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে ১০ ফিট প্রস্থ ২০০ ফিট রাস্তা সিসি ঢালাই এর কাজ করা হচ্ছে ।রাস্তাটি সংস্কারের কাজ শেষ হলে সাধারণ মানুষকে ও দোকান ব্যবসায়ীদের আর দুর্ভোগ পোহাতে হবে না।