স্টাফ রিপোর্টার ।। লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ধরলা নদীতে ডুবে সজিব নামের একজনের মৃত্যু হয়েছে।
ঘটনাটি মঙ্গলবার (১২ এপ্রিল) সদর উপজেলার মোগলহাট বিওপি ক্যাম্প সংলগ্ন পাকার মাথায় ধরলা নদীর দক্ষিণ তীরের পাশে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, দুপুরে দিকে লালমনিরহাট পৌরসভার সাপটানার শফিকুল ও ছমিরনের ছেলে সজিব তার ১১ বন্ধুসহ বেড়াতে যান। এ সময় গোসল করতে গিয়ে ডুবে যায়। তাকে তার বন্ধুরা উদ্ধার করতে পারেনি।
পরে লালমনিরহাট ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেও সজিবের লাশ উদ্ধারের চেষ্টা চালান। তবে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দলটি লাশ উদ্ধার করতে পারেনি।