জয়ন্ত সাহা যতন,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে আসন্ন শারদীয় দূর্গা পুজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরোজা বারী, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ মাহমুদ আল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ, বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা গোলাম রব্বানী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মিলন কুমার কুণ্ডু, ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, প্রধান শিক্ষক শাহজাহান মিঞা, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নিমাই ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বর্মন প্রমূখ।
উল্লেখ্য, এবার উপজেলার ১৫ ইউনিয়ন ও ১ পৌরসভায় ১৪৫টি মন্ডপে দুর্গাপূজা হবে। এরমধ্যে পৌরসভায় ১১, বামনডাঙ্গায় ২৬, সোনারায়ে ১২, তারাপুরে ২২, বেলকায় ২, দহবন্দে ৮, সবার্নন্দে ৮, রামজীবনে ৯, ধোপাডাঙ্গায় ৩, ছাপড়হাটিতে ১১, শান্তিরামে ৯, কঞ্চিবাড়ীতে ১২, শ্রীপুরে ৫ ও চন্ডিপুর ইউনিয়নে ৭টি মন্ডপ। বাকী দুই ইউনিয়ন হরিপুর ও কাপাসিয়ায় কোনো পূজা মন্ডপ নেই।