বাংলার সংবাদ স্পোর্টস ডেস্ক ।। সৌদির সঙ্গে মিল রেখে রোজা শুরু হয়েছে ইউরোপের দেশগুলোতেও। প্রথম রমজানের দিন তুরস্কে খেলাচলীন সময়ে ইফতারের সময় হয়। তুরস্কের আঙ্কারা ক্লাবের ফুটবলাররা খেলা বন্ধ রেখে রোজা খুলতে দেখা গেছে বেশ কয়েকজন ফুটবলারদের।
ম্যাচের তখন সবে ১০ মিনিট। আযানের ধ্বনি শুনতেই খেলা থামিয়ে দেন ক্লাবটির ফুটবলাররা। কলা, খেজুর ও পানি দিয়ে মাঠে বসেই ইফতার সম্পন্ন করেন। রোজা অবস্থায় অনেক অ্যাথলেটই খেলা চালিয়ে যান। ৫ মিনিট ইফতারের বিরতির পর আবারও শুরু হয় ম্যাচ।
তুরস্কের গিরেসান শহরে টিটিএফ ফাস্ট লিগের ম্যাচে মাঠে নেমেছিল গিরেসানপোর ও আঙ্কারা কেসিওরেগুচু। কোটানাক স্টেডিয়ামে ম্যাচটি ২-১ গোলে জিতে নেয় স্বাগতিক গিরেসান।
দেশটির দ্বিতীয় স্তরের এই লিগ ম্যাচ চলাকালীন মাগরিবের আজান শুরু হয়। এসময় বিশেষ বিরতি দেয়া হয়।