মোহাম্মদ ইউসুফ শেখ, (ব্যুরো প্রধান), খুলনা ।। বুধবার (১১ই আগস্ট) সকালে বাংলাদেশ পুলিশ ও পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর আয়োজনে ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও প্রধান উপদেষ্টা, পুনাক বাংলাদেশ পুলিশের সকল ইউনিটে “সামাজিক বনায়ন কর্মসূচি”র ভার্চুয়ালি উদ্বোধন করেন।
খুলনা শিরোমণি জেলা পুলিশ লাইন্স থেকে ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম-বার, ডিআইজি, খুলনা রেঞ্জ সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
উক্ত কর্মসূচিতে অংশ গ্রহন করেন মোহাম্মদ মাহবুব হাসান, পুলিশ সুপার, খুলনাসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।
এ সময় উপস্থিত ছিলেন, ডাঃ ফাতিমা জেসমিন, উপদেষ্টা, পুনাক, খুলনা জেলা। মোসা তাহমিনা আক্তার, সভানেত্রী, পুনাক, খুলনা জেলাসহ পুনাকের অন্যান্য সদস্যগণ। পরবর্তীতে পুলিশ লাইনে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষের চারা রোপন করা হয়। খুলনা জেলা পুলিশের প্রতিটি ইউনিটে বৃক্ষরোপন কর্মসূচি চলমান থাকবে। এই মৌসুমে যত পারুন গাছ লাগান, পরিবেশ রক্ষায় আত্মনিবেদন করুন, অর্থনৈতিকভাবেও সাবলম্বী হোন।