মোঃ ইউসুফ শেখ, (ব্যুরো প্রধান), খুলনা ।। সড়কে মৃত্যুর মিছিল এ যেন দৈনন্দি কাজের মধ্যে একটি, প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় ঘটছে সড়ক দুর্ঘটনা চলে যাচ্ছে তাজা প্রাণ। তবুও কৃর্তপক্ষর টনক নড়ছে না, নেই কঠোর আইনি ব্যবস্থা।
আজ বৃহস্পতিবার খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা এম এম কলেজ মোড়ে, যশোর গামী ট্রাকের ধাক্কায় শুকুর আলী শেখ (৫৬) নামে একজন সাইকেল আরোহী (কাঁচামাল ব্যবসায়ী) ঘটনাস্থলেই মারা যান। তিনি ফুলতলার বুড়িয়ারডাঙ্গা গ্রামের মৃত ইসমাইল শেখের পুত্র।
জানা গেছে, কাঁচামাল ব্যবসায়ী শুকুর আলী শেখ সাইকেল চালিয়ে কলেজ মোড়ে আসতেই পিছন থেকে সজরো ধাক্কা দিলেই ঘটনাস্থলেই তিনি মারা যান।
ব্যবসায়ী শুকুর আলী ফুলতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। হাইওয়ে থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ব্যাপারে ফুলতলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।