মোঃ ইউসুফ শেখ, ব্যুরো প্রধান, খুলনা ।। শুক্রবার (২ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২জনের মৃত্যু হয়েছে এ নিয়ে গত দশদিনে ৭ জন রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে করোনা ইউনিটে বর্তমানে ৪৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন রোগী।
খুমেক হাসপাতালের করোনা ইউনিট সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১ টার দিকে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খন্দকার মনিরুজ্জামান (৭০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি খুলনা মহানগরীর খালিশপুর আলমনগর এলাকার আবু তাহেরের ছেলে। গত ২২ মার্চ করোনা আক্রান্ত অবস্থায় তিনি খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে আজ সকাল ৯ টার দিকে করোনা আক্রান্ত ভর্তি রোগী আকরাম হোসেন (৭৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন৷ তিনি বাগেরহাট সদরের শানতলা এলাকার বাসিন্দা আফছার উদ্দীনের ছেলে।
গত ২৯ মার্চ করোনা আক্রান্ত হয়ে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। আজ সকালে তার মৃত্যু হয়।