মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড় ।। পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার ১ নং বাংলাবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কুদরত-ই-খুদা মিলন ক্ষমতার জোরে জোরপূর্বক অন্যের জমি দখলের অভিযোগে ও প্রতিপক্ষকে মারপিটের মামলায় জেলহাজতে প্রেরণ করেছে আদালত ।
সোমবার (৪ জানুয়ারি) উপজেলার ভজনপুর ইউনিয়নের আলহাজ্ব আব্দুল জব্বার এর ছেলে মোঃ আব্দুল হামিদ এর দায়ের করা মামলায় কুদরত-ই-খুদা মিলন সহ দশজন আদালতে হাজির হন ।
আসামীরা সকলে স্থায়ী জামিন আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন ও মোঃ সাইদুর রহমান এর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে মামলার বাদী মোঃ আব্দুল হামিদ বলেন, আমি বাংলাবান্ধা ইউনিয়নে ব্যবসার উদ্দেশ্যে এক একর জমি ২০১৫ সালে ক্রয় করি এবং ব্যবসার সকল প্রক্রিয়া সম্পন্ন করে একটি পাথর ভাঙ্গা মেশিন কিনে ব্যবসা শুরুর পথে এবং সেখানে স্বপরিবারে বসবাস শুরু করি ।
সেখানে বিদ্যুৎ সংযোগ নেই এবং ছয় টি পাথর ভাঙ্গা মেশিন ব্যবসায়ীদের কাছে জমির কিছু অংশ সাড়ে সাত লক্ষ টাকায় ভাড়া প্রদান করি। এমত অবস্থায় বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান মোঃ কুদরত-ই-খুদা মিলন পাথর ভাঙ্গা মেশিন উচ্ছেদ করে এবং জোরপূর্বক জমি দখল করে নেয় ।
আমরা বাধা প্রদান করতে গেলে আমার স্বপরিবারকে মারপিট করে। সেখান থেকে আমাকে তাড়িয়ে দেয়। পরবর্তীতে আমরা আদালতে ন্যায়বিচারের স্বার্থে মামলা আনয়ন করলে মামলা চলাকালীন সময় কুদরত-ই-খুদা মিলন সুপরিকল্পিতভাবে আমাকে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসিয়ে দেয় । শুধু আমি নই বাংলাবান্ধা ইউনিয়নে ক্ষমতার জোরে আরো অনেক মানুষের সম্পদ সে দখল করে রেখেছে।আমি আশাবাদী আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাবো।