আনিসুর রহমান, কুড়িগ্রাম ।। কুড়িগ্রামে চরাঞ্চলের শীতার্ত অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন বিসিএস উইমেন নেটওয়ার্ক।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা দ্বিমূখী উচ্চ বিদ্যালয় মাঠে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নিলুফা ইয়াছমিন, সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ইশমত আরা, ইউপি চেয়ারম্যান নুর জামাল বাবলু প্রমুখ।