খাজা রাশেদ,নিজস্ব প্রতিবেদক।। বইরাজ্য হাতের কাছে বই প্রতিপাদ্যে দেশের প্রতিটি ইউনিয়নের সাধারন মানুষের দোরগোড়ায় জ্ঞান অন্বেষণের লক্ষ্যে, লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বই-রাজ্য উন্মুক্ত লাইব্রেরী’র উদ্বোধন করা হয়েছে।
বই রাজ্যের প্রতিষ্ঠাতা বদিউজ্জামান নাসিমের উদ্যোগে দেশের ৫ টি জেলায় এই উন্মুক্ত লাইব্রেরী স্থাপনের অংশ হিসেবে লালমনিরহাট জেলার কুলাঘাট ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে গত ১০ মার্চ সন্ধ্যা ৬ টায় বই-রাজ্য উন্মুক্ত লাইব্রেরীর উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলীর সভাপতিত্বে,
বই-রাজ্য উন্মুক্ত লাইব্রেরী’র উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা মাসুম, সহকারী ভুমি কমিশনার(লালমনিরহাট সদর) রুবেল রানা, সহকারী প্রোগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর( লালমনিরহাট সদর) আশরাফুল আলম , কুলাঘাট ইউনিয়ন পরিষদের সচিব আব্দুস সালাম সরকার ও কুলাঘাট ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্দোক্তা সায়হান সৈকত।
কার্যক্রমটি বাস্তবায়নে Thrive Bangladesh এর প্রতিষ্ঠাতা মাসুম বিল্লাহ সার্বিক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।