স্টাফ রিপোর্টার ।। কিশোরের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ লালমনিরহাট সদর থানায়। সুর্য্য (১৪) নামে এক কিশোরের বিরুদ্ধে ৫ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি বর্তমান সদর হাসপাতালের বেডে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সূর্য্যর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানার মামলাও দায়ের করা হলেও এখনও সেই সুর্য্য গ্রেফতার হয়নি।
বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যায় লালমনিরহাট শহরের তালুক খুটামারা (নবীনগর) এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোর একই এলাকার ট্রাক চালক মিজানুর রহমান মিজানের ছেলে।
ধর্ষনের শিকার শিশুর মা জানান, সন্ধ্যায় মেয়েকে বাড়িতে না পেয়ে আশে পাশের বিভিন্ন জায়গায় খুঁজতে থাকি। কোথাও না পেয়ে বাড়ী ফেরার সময় প্রতিবেশী মিজানুরের বাড়ীতে মেয়ের কান্না শুনতে পাই। পরে দ্রুত সেখানে গিয়ে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখি। ওই সময় মেয়ের ওই অবস্থা দেখে তাকে জিজ্ঞাসা করি। তোমার কি হয়েছে মা, কাদছ কেন, তখন মেয়ে রক্তাক্ত অবস্থায় বলে, মা আমার এ অবস্থা সুর্য্য করেছে। তাৎক্ষনিক ভাবে সুর্য্য এলাকা ছাড়া। মেয়ে এ অবস্থা দেখে মা চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে আসলে মেয়েটিকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং মামলাও দায়ের করা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।