রুবেল চৌধুরী, দিনাজপুর ।। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ মমতাজ বেগমের নেতৃত্বে দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইল মোড়ে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোছা: মমতাজ বেগমের নেতৃত্বে বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর ১২ টায় কাহারোল উপজেলার দশমাইল মোড়ে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে আরিফ পেট্রোল পাম্প পরিমাপে কারচুপির জন্য ৪৬ ধারায় ২০,০০০টাকা, ফাইভ স্টার হোটেল অপরিচ্ছন্ন পরিবেশের জন্য ৫০০০ টাকা এবং আশা হোটেলকে ৩০০০ টাকাসহ মোট ২৮,০০০ টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে।
ভোক্তা অধিকার অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ে
মেয়াদোত্তীর্ণ স্যালাইন বিক্রয়ের অপরাধে লিখিত অভিযোগ নিষ্পত্তি করে আদিত্য ফার্মেসীকে ৪০০০/- জরিমানা করে ২৫% হিসেবে ১০০০/- অভিযোগকারীকে দেয়া হয়।
এ সময় দিনাজপুর জেলা কার্যালয়ের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোছাঃ মমতাজ বেগম বলেন জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অভিযান চলমান আছে। প্রাকৃতিক দুর্যোগ করোনা মোকাবেলায় সকলেই মাক্স পড়ি, সরকারি নির্দেশ মেনে চলি, সবাইকে চলতে উৎসাহ করি।
এসময় অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা, দিনাজপুর জেলা পুলিশের একটি টিম।