স্টাফ রিপোর্টার ।। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকায় একঝাঁক ভিমরুলের কামড়ে সুবাস চন্দ্র রায় (৪০) নামে এক প্রভাষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ জুলাই) দুপুর ১২ টার দিকে ঐ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বুড়িহাট সতীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুবাস চন্দ্র রায় সতীরপাড় এলাকার মৃত্যু প্রসন্ন কুমার রায়ের ছেলে এবং শামসুদ্দিন-কমর উদ্দিন ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত ছিলেন।
এলাকাবাসী জানান, সুবাস চন্দ্র রায় বাড়ির পাশে লেবু বাগানে গরুর জন্য ঘাস কাটতে গেলে একঝাঁক ভিমরুল তাকে আক্রমণ করে কামড় দেয়। এসময় তীব্র ব্যথায় সে অজ্ঞান হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবব্রত কুমার রায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।