আফাগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন ড্রোন হামলায় একই পরিবারের ৬ শিশুসহ ৯ জন নিহত হয়েছে।
নিহতদের একজন স্বজন সংবাদমাধ্যম সিএনএন-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হচ্ছেন- জামারা (৪০), নাসির (৩০), জমির (২০), ফয়সাল (১০), ফারজাদ (৯), আরমিন (৪), বেনিয়ামিন (৩), আয়াত (২) এবং সুমাইয়া (২)।
গতকাল রোববার বিকেলে কাবুলে খাজে বুগরা এলাকার এক বাড়িতে একটি গাড়িকে লক্ষ্য করে এ ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী।
এ হামলার পর মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে বলা হয়, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে হুমকি হয়ে দাঁড়িয়েছে আইএস-কে।
মার্কিন বাহিনীর দাবি, এদিন আইএস সদস্য বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে ওই ড্রোন হামলা চালানো হয়েছিল। তবে হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির বিষয়টি তদন্তের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র বিল আরবান অবশ্য দাবি করেছেন, বিস্ফোরক বোঝাই গাড়িতে হামলা চালানোর ফলে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে আমরা খবর পেয়েছি। খুবই দুঃখজনক ঘটনা।
টার্গেটকৃত গাড়ির ভেতর প্রচুর বিস্ফোরক থাকায় হামলার পর বিশাল বিস্ফোরণ হয়। তার জেরেই এই প্রাণহানি ঘটেছে।