স্টাফ রিপোর্টার ।। করোনা হিরো লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন আবারও করোনা আক্রান্তদের খোঁজ খবর নিলেন। মানবতার টানে জীবনের ঝুঁকি নিয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে ছুটেছেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন।
তিনি বৃহষ্পতিবার (৮ জুলাই) বিকাল ৪টায় লালমনিরহাট সদর হাসপাতালের নার্সিং হোমে করোনা ইউনিটের করোনা আক্রান্ত রোগীর খোঁজ খবর নিতে যান।
নতুন করোনা আক্রান্ত সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক হারুন-অর-রশিদ মামুনসহ অন্যান্য করোনা আক্রান্ত চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেন এবং তাদের সাথে কথা বলেন।
ওই সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন করোনা আক্রান্ত রোগীদের প্রত্যেকে পুষ্টিকর জাতীয় খাবার হিসেবে মালটা, আপেল, কলা, আম, রুটি ও বিস্কুট বিতরণ করেন।