স্টাফ রিপোর্টার ।। লালমনিরহাটে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থ্য মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ বাংলাদেশ।
ইনার হুইল ক্লাব অব গুলশান লেকসিটি ও ঢাকা নর্থ ইষ্ট ক্লাবসহ বিভিন্ন ক্লাবের অর্থায়নে শুক্রবার (১৩ আগষ্ট) বিকালে শহরের বার্ণহার্ডট্ ইনক্লুসিভ স্কুল মাঠে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ১১০ জন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, তেল, লবন বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর।
এ সময় উপস্থিত ছিলেন, ইনার হুইল ক্লাব অব লালমনিরহাটের সভাপতি আলেয়া ফেরদৌসী লাকী, পাষ্ট প্রেসিডেন্ট ফেরদৌসী বেগম বিউটি, সহকারী কমিশনার টিএম রাহসিন কবীর, সেক্রেটারি হাসিনা আক্তার মিলা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার
আবেদা খাতুন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী ভূঞা, বার্ণহার্ডট্ ইনক্লুসিভ স্কুলের প্রধান শিক্ষক স্বপ্না জামান প্রমুখ।